চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ‘চোরের’ রডের আঘাতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার আমতল এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুলের (৫০) বাড়ি ওই এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, আমতল এলাকায় ভোরে তিন জন মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল। ওই সময় এলাকাবাসী টের পেয়ে চিৎকার দেয়। তাদের একজন ছিলেন শফিকুল।
তিনি ছুটে গিয়ে এক চোরকে জাপটে ধরেন। তখন অন্য চোরেরা পেছন থেকে রড দিয়ে শফিকুলের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।