নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোহা গলানোর একটি কারখানায় ভাট্টি বিস্ফোরণে গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হওয়া আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।
ওই দুজন হলেন মো. শাকিল (২০) ও আবু সিদ্দিক (৩০)। তাদের মধ্যে শাকিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে। সিদ্দিক কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হলো। দগ্ধ দুই শ্রমিক এখনো চিকিৎসাধীন।
শুক্রবার ভোররাতে রূপগঞ্জের বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে ভাট্টি বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
ভোররাতে ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) ও বিকেলে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া শনিবার দুজনের মৃত্যু হওয়ার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার মো. রাজু (৪০) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নিউজ বাংলাকে জানান, এ ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে।