আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না দেখা দিলে আজ (শনিবার) বসতে পারে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান।
স্প্যান ‘টু-এ’ বসানো হবে সেতুর মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৫.১ কিলোমিটার।
৩৩তম স্প্যান বসানোর পাঁচ দিনের মাথায় বসানো হচ্ছে স্প্যানটি। এটি বসানো হলে আর বাকি থাকবে সাতটি স্প্যান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ৩৪তম স্প্যানটি বাসানো হলে এটি হবে পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে কম সময়ের ব্যবধানে বসানো স্প্যান। আগামীকাল স্প্যান বসানোর নির্ধারিত দিন থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় তার একদিন আগেই স্প্যান বসানোর চেষ্টা করা হচ্ছে।
শনিবার দুপুরে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই একটি নির্দিষ্ট পিয়ারের ওপর বসিয়ে দেয়া যাবে। তবে কোন জটিলতা তৈরি হলে আগামীকাল (রোববার) বসানো হবে।
চলতি মাসে (৩০ অক্টোবর) আরো একটি স্প্যান বসানোর কথা রয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেতু বিভাগ।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। সেতুটি ২০২১ সালে খুলে দেয়ার পরিকল্পনা আছে।