বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় পুজোর ভ্যান ও শারদীয় মিলনমেলা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণে এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান।
তিনি বলেন, ‘দুর্গাপূজায় বরিশালে যে মানবিক কাজের উদ্যোগ নেয়া হয়েছে, তাতে আমরা অভিভূত। এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।’
পুজোর ভ্যানের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিৎ দত্ত, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানান্দ, ট্রাস্টের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার, পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু প্রমুখ।
শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সহযোগিতায় বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে বরিশালের রয়েল সিটি হাসপাতাল।
আয়োজকরা জানান, এই চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় এক হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেয়া হবে।