কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই দিনেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ছাত্রীর বাবা কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ওই ছাত্রীকে বৃহস্পতিবার রাত আটটার দিকে নিজ বাসার সামনের রাস্তা থেকে অপহরণ করা হয়। একই এলাকার শাহাব উদ্দিন, রেজুয়ান ও মনু মিয়া ওই ছাত্রীকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
ছাত্রীর বাবা নিউজবাংলাকে বলেন, ঘটনার পর থেকে তিনি ওই তিন জন ও তাদের স্বজনদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। তবে মেয়েকে ফেরত পাননি। উল্টো আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করলে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। মেয়ের জীবন নিয়ে তিনি শঙ্কিত।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস বলেন, ‘এ রকম একটি অভিযোগ আমরা পেয়েছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’