এবার রংপুরের মাহিগঞ্জ এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে মহির উদ্দিন (৬০) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্বজনরা জানিয়েছেন, গত বুধবার জমজম ফিড মিলের মেশিন পরিষ্কার করার সময় তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় তিন শ্রমিক। সেদিনই আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী আলেয়া বেগম তিন জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।
আলেয়া বেগম জানান, অভিযুক্তরা তার স্বামীকে হত্যার জন্য পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, ‘আগের ঘটনার জেরে ফিড মিলের মেশিন পরিষ্কার করার সময় মহির উদ্দিনের পায়ুপথে হাওয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় রশিদুল ও তার দুই সহযোগী। এ ঘটনায় মহির উদ্দিন অসুস্থ হলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।’
সার্জারি ওয়ার্ডের কর্মরত সহযোগী অধ্যাপক আনোয়ারুল হোসেন বলেন, ‘পায়ুপথে বাতাস ঢোকানোয় তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিডনি নষ্ট হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করে মাহিগঞ্জ থানা পুলিশ।
থানার ওসি রোকনুজ্জামান আরো বলেন, 'এটি খেয়লিপনা না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’
দেশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা এর আগেও ঘটেছে।
২০১৫ সালে খুলনার টুটপাড়ায় রাকিব নামের ১২ বছরের কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়।
সেই ঘটনায় আদালত দুই আসামিকে প্রথমে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে নিম্ন আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন করে। সেই মামলার বিচার কাজ শেষ হয়েছিল মাত্র ১১ কার্যদিবসে।