বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শওগতের বিরুদ্ধে এবার ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ২৩:০১

এর আগে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওঠে তৎকালীন এভিপি ও ব্যবস্থাপক শওগত আরমানসহ কয়েকজনের বিরুদ্ধে।

যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক শওগত আরমানের বিরুদ্ধে এবার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ব্যাংকটির শাখার পক্ষ থেকে শওগত আরমানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। থানার পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

এর আগে যমুনা ব্যাংকের ওই শাখা থেকে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওঠে তৎকালীন এভিপি ও ব্যবস্থাপক শওগত আরমানসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। গত ২৯ জুলাই শওগত আরমানকে সাময়িক বরখাস্ত এবং মামলায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বগুড়া কারাগারে রয়েছেন।

যমুনা ব্যাংক বগুড়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মো. কামরুজ্জামান কামরুল গত ৮ অক্টোবর বগুড়া সদর থানায় শওগত আরমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৮ মে থেকে চলতি বছরের ২৩ জুলাইয়ের মধ্যে শওগত আরমান ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় জাল কাগজপত্র দিয়ে ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব নথি বগুড়া ও সিরাজগঞ্জে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজে ব্যবহার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত হয়, মেসার্স আমেনা বেগম, টুম্পা এন্ডারপ্রাইজ ও শিমু কনস্ট্রাশনসহ অন্তত ১০০ প্রতিষ্ঠানের অনুকূলে এ ধরনে জাল ব্যাংক নথি দেয়া হয়েছে। এভাবে ব্যাংকের টাকা ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেয়া হয়। পরে তারা ওই টাকার বড় অংশ শওগত আরমানকে দেন।

দুদকের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমিনুল ইসলাম শুক্রবার নিউজবাংলাকে বলেন, শওগত আরমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য প্রধান কার্যালয়ের অনুমতি চাওয়া হয়েছে।

১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের মামলায় গত ২০ সেপ্টেম্বর শওগত আরমান, তার দুই স্ত্রী ও এক প্রেমিকার ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন আদালত।

এ বিভাগের আরো খবর