সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শামসুর রাহমান স্বাধীনতার কবি। তার কবিতাসমূহ বিশেষ করে মহান মুক্তিযুদ্ধকালীন রচিত 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতা দুইটি স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে।
কবি শামসুর রাহমানের ৯২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শামসুর রাহমান ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবতাবাদী কবি।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনেও শামসুর রাহমানের কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শামসুর রাহমান ১৯৮৭ সালে এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।
১৯৮৭ সাল পরবর্তী চার বছরে তিনি চারটি কবিতা লেখেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রথম বছরে শৃঙ্খল মুক্তির কবিতা, দ্বিতীয় বছরে স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা, তৃতীয় বছরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা এবং চতুর্থ বছরে সন্ত্রাসের বিরুদ্ধে কবিতা লেখেন।
তিনি বলেন, শামসুর রাহমানএরশাদের পতনের পর লেখেন গণতন্ত্রের পক্ষে কবিতা। বস্তুত, জনমানুষের প্রতি অসীম দরদ তার চেতনায় প্রবাহিত ছিল।