ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার একটি বিমানের সিটের নিচ থেকে ৬৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যেগুলোর ওজন আট কেজি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, গোপন তথ্যে সকাল থেকে শাহজালাল বিমানবন্দরে নজরদারি বাড়ান শুল্ক গোয়েন্দারা। সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) বিমানে তল্লাশি চালিয়ে যাত্রীদের সিটের নিচ থেকে বারগুলো উদ্ধার করা হয়। এসব সোনার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আবুধাবি থেকে ১০টা ২০ মিনিটে একটি প্লেনে সোনা আসবে। সে অনুযায়ী সব যাত্রী নেমে যাওয়ার পর আমরা তল্লাশি করি। চারটা সিটের নিচে ৬৮টি বার পাই। বারগুলো কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে।’
সোনা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।