গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় শুক্রবার বিকালে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে পিকআপটির নিচে চাপা পড়ে দুই ভাই বোন। ঘটনাস্থলেই মারা যায় বোনটি।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবু নাঈম জানিয়েছেন, পিকআপ ভ্যানটি ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। গোপীনাথপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চাঁন সিকদারের ঘরে ঢুকে দুই শিশুকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় তিন বছরের তাসফিয়া খানম; মারাত্মক আহত হয় তার ছয় বছরের ভাই রাব্বি সিকদার। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকআপ ভ্যান চালক ইমরান মোল্লাকে আটক করেছে। তার বাড়ি গাজীপুরের মৌচাক এলাকায়।
এর আগে শুক্রবার সকালে কাশিয়ানীতে আরেক দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেটকার চালক।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর মিয়া জানিয়েছেন, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক শাহিন মোল্লা।
এরপর সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক; আহত হন দুই আরোহী।
নিহত শাহীন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে।
আহত যাত্রী কার্ত্তিক মন্ডল ও নন্দন দত্তকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।