বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেন্টমার্টিনে আটকা ৪৫০ পর্যটক

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ১৯:১২

বর্তমানে দ্বীপে আটকে পড়া পর্যটকরা বিভিন্ন রিসোর্টে রয়েছেন। তারা নিরাপদে আছেন। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে ফিরতে পারবেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলে চলছে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। কক্সবাজারের সঙ্গে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপটিতে প্রায় সাড়ে চারশো পর্যটক আটকা পড়েছেন।   

মঙ্গলবার ও বুধবার বেড়াতে যাওয়া পর্যটকদের অনেকেরই বৃহস্পতিবার ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় শুক্রবারও ফিরতে পারেননি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ নিউজবাংলাকে বলেন, ‘আবহাওয়া অফিস থেকে বুধবার দুপুরে সমুদ্র উপকূলে ৪নং নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। জাহাজ চলা অবস্থায় মাইকিং করে পর্যটকদের কক্সবাজারে যেতে বলা হয়েছিল। সংকেত উপেক্ষা করে অনেকেই দ্বীপে থেকে যান।‘

তিনি আরো বলেন, 'বর্তমানে দ্বীপে আটকে পড়া পর্যটকরা বিভিন্ন রিসোর্টে রয়েছেন। তারা নিরাপদে আছেন। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে ফিরতে পারবেন।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আটকা পড়া পর্যটকরা যাতে কোনো সমস্যায় না পড়েন সে ব্যাপারে সেন্টমার্টিন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। তাদের নিরাপদে রাখতে আমরা কাজ করছি।‘

কক্সবাজার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হলেও সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত রয়েছে। কক্সবাজারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো খবর