বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিম্নচাপ: ব‌রিশালে লঞ্চ চলাচল বন্ধ

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ১০:২৪

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্প‌তিবার ৬৫ ফু‌টের কম উচ্চতার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ত‌বে আবহাওয়া আরও খারাপ হওয়ায় ও নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রু‌টের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়। পরবর্তী নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত এই নি‌র্দেশনা জারি থাক‌বে।

বৈরী আবহাওয়া ও বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকা‌লে বিআইডব্লিউটিএর ব‌রিশা‌লের ট্রা‌ফিক ইন্স‌পেক্টর মো. ক‌বির বিষয়টি জানিয়েছেন।

‌তি‌নি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্প‌তিবার ৬৫ ফু‌টের কম উচ্চতার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ত‌বে আবহাওয়া আরও খারাপ হওয়া ও নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রু‌টের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

এদিকে বঙ্গোপসাগ‌রে গভীর নিম্নচাপ সৃ‌ষ্টি হওয়ায় দুই ‌দিন ধরে ব‌রিশালজু‌ড়ে মুষলধা‌রে বৃ‌ষ্টি হ‌চ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হ‌য়ে পড়ে‌ছে। বি‌শেষ ক‌রে এর বেশি প্রভাব পড়ে‌ছে দু‌র্গোৎস‌বে। বৃ‌ষ্টির কারণে পূজা মণ্ডপগুলোতে মানু‌ষের উপ‌স্থি‌তি তেমন লক্ষ্য করা যায়নি।

এ ছাড়া টানা বৃ‌ষ্টি‌তে ব‌রিশাল নগরীর নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে। জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে অনেক এলাকায়।

ব‌রিশাল আবহাওয়া অফি‌সের সি‌নিয়র পর্য‌বেক্ষক আ‌নিসুর রহমান জানান, ব‌রিশা‌লে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৬ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। সকাল ছয়টা থে‌কে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬২ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।

তিনি আরও বলেন, বাতা‌সের গতি‌বেগ স্বাভা‌বিক আছে। তবে ব‌ঙ্গোপসাগ‌রে গভীর নিম্নচা‌পের কারণে শুক্রবার সারা ‌দিন বৃ‌ষ্টি হ‌বে ও উপকূল অঞ্চ‌লে পা‌নি বাড়বে।

এদিকে ব‌রিশা‌লের কীর্তন‌খোলা নদীর পা‌নি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম কর‌ছে ব‌লে জানিয়েছে পা‌নি উন্নয়ন বোর্ড।

এ বিভাগের আরো খবর