বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ০৯:৩০

রাত সাড়ে এগারোটার দিকে ফারুক বাড়ি ফেরার পথে বাড়ির কাছে কয়েক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর উপজেলায় ফারুক হোসেন (৩৫) নামে সমাজসেবা অফিসের এক মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

ফারুকের বাড়ি পৌর শহরের তাঁতিপাড়ায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে।

জেলার পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী নিউজবাংলাকে জানান, রাতে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে কয়েক দুর্বৃত্ত ফারুককে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এসপি আরও জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

ফারুকের মামা আলাউদ্দিন বলেন, ‘তাকে মেরে ফেলার মতো কোনো বিরোধ বা শত্রুতার কথা আমাদের জানা নেই। তার সন্তান দুটি এতিম হয়ে গেল।’

ফারুক হোসেন ২০০৮ সালে মেহেরপুর সমাজসেবা অধিদফতরে রাঁধুনি হিসেবে যোগ দেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে পদোন্নতি পেয়ে মাঠকর্মী হিসেবে কাজ করছিলেন।

এ বিভাগের আরো খবর