দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৯৬ জন। এ নিয়ে শনাক্ত হলেন তিন লাখ ৯৪ হাজার ৮২৭ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন। এর মধ্যে দিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন লাখ ১০ হাজার ৫৩২ জন।
অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১০টি ল্যাবে ১৪ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। শনাক্তের মোট হার ১৭ দশমিক ৭৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৬৫ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৪৬ শতাংশ। করোনায় চার হাজার ৪২২ জন পুরুষ (৭৬ দশমিক ৯৪ শতাংশ) ও এক হাজার ৩২৫ জন নারীর (২৩ দশমিক ০৬ শতাংশ) মৃত্যু হয়েছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে বিশের উপরে একজন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব আট জন ও ষাটোর্ধ্ব ১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ছয়, খুলনায় তিন ও সিলেট বিভাগে এক জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৮তম। আর মৃত্যুর দিক থেকে ৩১তম।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী এ ভাইরাসে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।