শিশুটি ধর্ষিত হয়েছিল বিকেলে। বাড়ি ফিরে লজ্জায় বলেনি কাউকে। কিন্তু শারীরিক অবস্থা দেখে মা বুঝতে পারেন কিছু একটা হয়ছে। পরে মেয়ের কাছে জানেন ঘটনা। তখন প্রায় গভীর রাত। এত রাতে যাবেন না থানায়, কল দিলেন জরুরি নম্বর ৯৯৯-এ। তাৎক্ষণিক সাড়া দেয় পুলিশ। অভিযান চালিয়ে ধরা হয় সন্দেহভাজন চার জনকে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। বুধবার গভীর রাতে পুলিশ কদমতলীর পূর্ব পাড়া এলাকা থেকে আটক করেছে চার জনকে। এদের দুই জন কিশোর।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শিশুটির মা মামলা করলে পুলিশ চার জনকে গ্রেফতার দেখায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক সুজন রঞ্জন হাওলাদার বলেন, ‘রাত সাড়ে ১২ টার দিকে ৯৯৯ কল করলে দ্রুত থানা থেকে গিয়ে চার জনকে আটক করা হয়। মামলার পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’
মেয়েটি বাড়িতে আছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার বিকাল সাড়ে তিন টার দিকে ১২ বছর বয়সী শিশুটি বাসার সামনে খেলাছিল। এ সময় তিন কিশোরের সহায়তায় তাকে ধর্ষণ করেন মো. নাছির।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদি সিদ্দিক জানান, চার আসামিকে তারা আদালতে পাঠাচ্ছেন।