নাটোরের বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক তারেক হোসেনের বাড়ি রাজবাড়ী জেলায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের বাসটি বনপাড়া পাটোয়ারী পেট্টোলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালক।
ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাসচালকসহ বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনার পর পালিয়ে গেছে ট্রাকের হেলপার। তবে জব্দ করা হয়েছে গাড়িটি।