রাঙ্গামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটে এ ঘটনা।
ওই শ্রমিকের নাম শ্যামল কান্তি চাকমা (৪০)। বাড়ি খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলায়।
পুলিশ জানিয়েছে, শ্যামল বুধবার দুপুরে বিলাইছড়ি উপজেলার আমতলাতে হ্রদের এপার থেকে ওপারে বিদ্যুতের লাইন দেয়ার কাজ করছিলেন। এ সময় তিনি কাপ্তাই হ্রদে নামেন। তিনি সাঁতার জানতেন না। তাই একপর্যায়ে পানিতে তলিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।