নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্টিল মিলের দেয়ালচাপায় আহত আয়নাল হোসেন (৪০) হাসপাতালে মারা গেছেন।
বুধবার সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরিবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
ওই দিন দুপুরে কারখানার তৃতীয় তলা থেকে নিচে নামার সময় তার ওপর দেয়াল ভেঙে পড়ে। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।
আয়নাল উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
মুনতাহা স্টিল মিলের শ্রমিকরা জানিয়েছেন, গতকাল সকালে কাজে যোগ দেন আয়নাল হোসেন। দুপুরে দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে ঢামেকে নেন। সেখানে চিকিৎসাকালে রাতে তিনি মারা যান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।