বায়ান্নর ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম ওরফে দাদু ভাই মারা গেছেন।
বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
৯১ বছর বয়সী দাদু ভাই খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্যও ছিলেন।
তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীতে জন্মগ্রহণ করেন। ডা. খাদেম আহমেদ ও আছিয়া খাতুনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
সূত্র: ইউএনবি