ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ঘোষিত যে শিশুটি কবরস্থানে নড়ে উঠেছিল সে আর বেঁচে নেই।
তার বাবা ইয়াসিন বুধবার রাত ১২টার দিকে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৬ সপ্তাহে জন্ম নেয়া অপরিণত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে ছিল।
ইয়াসিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে মরিয়মকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
ইয়াসিনের স্ত্রী শাহেনূর বেগম গত ১৬ অক্টোবর মরিয়মকে জন্ম দেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু দাফনের সময় কেঁদে উঠে শিশুটি।
এরপর শিশুটিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। তাকে মৃত ঘোষণা করে সনদ দেয়ার ঘটনা তদন্তে নবজাতক ইউনিটের প্রধান মনিষা ব্যানার্জিকে প্রধান করে কমিটি করা হয়।
আরো পড়ুন: দাফনের আগে নড়ে ওঠা শিশু জীবন শঙ্কায়
মনিষা ব্যানার্জি মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সাধারণত এই ধরনের শিশু বাঁচে না। আমাদের দেশে ২৮ সপ্তাহের নিচে কোনো শিশু ভূমিষ্ঠ হলে তাকে বাঁচানো সম্ভব হয় না।’
মরিয়মের বাবা ইয়াসিন এর আগে জানিয়েছিলেন, শিশুটি তার দ্বিতীয় সন্তান। তাকে মৃত ঘোষণা করে যে সনদ দেয়া হয়েছিল তা নিয়ে গেছেন চিকিৎসকরা।