বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের সুযোগে ইলিশের হাট

  •    
  • ২১ অক্টোবর, ২০২০ ২৩:২৮

স্থানীয়রা জানিয়েছেন, নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মায় মঙ্গলবার সারাদিন ইলিশ ধরেন জেলেরা। বিকেলে উপজেলার দুর্গম চরে বসে ইলিশের হাট। সস্তায় বড় ইলিশ কিনতে হয় ক্রেতা সমাগমও।

উপজেলা নির্বাচনের সুযোগ নিয়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞার মধ্যেই হাট বসেছিল মাদারীপুরের শিবচরের এক চরে।

স্থানীয়রা জানিয়েছেন, নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মায় মঙ্গলবার সারাদিন ইলিশ ধরেন জেলেরা। বিকেলে উপজেলার দুর্গম চরে বসে ইলিশের হাট। সস্তায় বড় ইলিশ কিনতে হয় ক্রেতা সমাগমও।

জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, উপজেলা উপনির্বাচন নিয়ে তারা ব্যস্ত ছিলেন। এই সুযোগে অসাধু জেলেরা ইলিশ বেচাকেনা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা জানান, তিনি এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ কিনেছেন ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ছোট ইলিশের দাম আরও কম।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের অভিযান নিয়মিত চলছে। তবে মঙ্গলবার শিবচর উপজেলায় উপনির্বাচন থাকায় প্রশাসনের কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। এজন্য সেদিন অভিযান চালানো সম্ভব হয়নি।

‘সেই সুযোগে হয়তো জেলেরা ইলিশ ধরেছেন। পুলিশ নিয়ে আবারও পদ্মার দুর্গম এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।’

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম সংরক্ষণে গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ ধরা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বিভিন্ন জেলায় ইলিশ ধরায় কয়েকশ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

ইলিশ ধরার এ নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৪ নভেম্বর।

এ বিভাগের আরো খবর