রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে।
৮৫ বছর বয়সী রফিক-উল হক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত ১৫ অক্টোবর তাকে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার তার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলেও অবস্থার খুব উন্নতি হচ্ছিল না। বুধবার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
হাসপাতালটির মহাপরিচালক ডাক্তার নাহিদ ইয়াসমিন নিউজবাংলাকে বলেন, ‘স্যারের অবস্থা গতকাল (মঙ্গলবার) রাত থেকে খারাপ হয়েছে। স্যারের রক্ত শূন্যতা ছিল, তিনি স্ট্রোক করেছিলেন। সব কিছু মিলেয়ে প্রথম দিকে অবস্থা উন্নতি হলেও এখন অবনতি হয়েছে। অক্সিজের মাত্রা কমে গিয়েছিল, প্রেসার কমে গিয়েছিল। তাকে ভেন্টিলেটর দেয়া হয়েছে। এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি রেসপন্স করছেন।’
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিক-উল হক দীর্ঘদিন বাসায়ই ছিলেন।