গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুরে কৃষক লিয়ন মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির আঙ্গিনার চাপকলে হাত-মুখ ধুতে যান ওই ছাত্রী। এসময় প্রতিবেশি লিয়ন মিয়া মেয়েটির মুখ চেপে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করতে চাইলে লিয়ন তার মুখে গামছা গুঁজে দেন। নির্যাতনের ঘটনা কাউকে জানালে দেয়া হয় হত্যার হুমকিও।
পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা খান মো. শাহরিয়ার নিউজবাংলাকে জানান, আসামি লিয়ন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।