অনুপ্রবেশের খবরে শ্যমকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে পাঁচ জন পুরুষ, চার জন নারী ও এক জন শিশু।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, ভারত থেকে দেশে অনুপ্রবেশের খবরে শ্যমকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় ১০ জনকে। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ, চার জন নারী ও এক জন শিশু রয়েছে।
এ ঘটনায় বুধবার মহেশপুর থানায় মামলা করে বিজিবি। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।