রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় মারমা কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় দুই অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রী। রাত ১০টার দিকে রায়খালী থেকে দুই আসামিকে গ্রেফতার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
গ্রেফতার দুই চালক হলেন মো. শওকত (২৮) ও মো. শাহীন (২২)।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মঙ্গলবার বাঙ্গালহালিয়া সিএনজি স্ট্যান্ড থেকে অটোরিকশায় রাইখালী ফেরিঘাটে যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে বান্দরবান-রাইখালী সড়কের সিসাইড রাস্তায় চালক শওকত হোসেনের সহযোগিতায় তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন শাহীন। একপর্যায়ে ওই তরুণী চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে তার শরীরে জখম হয়।
ওসি আরও জানান, লাফিয়ে পড়ার পর পেছন থেকে একটি গণপরিবহন এলেই দুই আসামি পালিয়ে যায়। পরে গণপরিবহন যাত্রীদের সহায়তায় থানায় গিয়ে মামলা করেন তরুণী।
বুধবার গ্রেফতারকৃতদের রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ইকবাল।