ধর্মঘট প্রত্যাহারের পর হবিগঞ্জে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
বুধবার সকাল থেকে জেলায় সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সঙ্গে পরিবহন শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে পরিবহন নেতাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এর পরই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায় নিউজবাংলাকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের ডাকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে কর্মবিরতি শুরু হয়। বন্ধ থাকে স্থানীয় সব মোটরচালিত যানবাহন। পাশাপাশি ঢাকাগামী কিছু বাস চলাচলও বন্ধ ছিল।
যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।