কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন রামুর লট উখিয়ারঘোনা সাত নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমান (৪০) ও উখিয়ারঘোনা স্কুল পাড়া আট নম্বর ওয়ার্ডের আলী আহাম্মদ (২৮)।
এলাকাবাসী জানায়, ওই দুই জনসহ একটি চক্র রাতে পাহাড় থেকে মাটি কাটছিলেন। হঠাৎ মাটি ধসে মুজিবুর ও আলী চাপা পড়েন।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ নিউজবাংলাকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি রামু থানাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আমিরুজ্জামান নিউজবাংলাকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে ওই ব্যক্তিরা অবৈধভাবে মাটি কাটার সময় পাহাড় ধস হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।