বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলিশ রক্ষায় অভিযান: ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল

  •    
  • ২১ অক্টোবর, ২০২০ ১২:৩১

‘হঠাৎ করে খালের দুই পাড় থেকে আমাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। এতে পুলিশের দুই কনস্টেবল ও স্পিডবোট চালক আহত হন।’

ব‌রিশালে ই‌লিশ রক্ষা অ‌ভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে জেলেরা ইটপাটকেল ছুড়েছেন। এতে পু‌লিশের দুই সদস্যসহ তিন জন আহত হন। তারা প্রাথ‌মিক চি‌কিৎসা নিয়েছেন।  

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের তেঁতু‌লিয়া নদী সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

ব‌রিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে গোপনে ই‌লিশ শিকা‌র করছিলেন, এমন খবর পেয়ে চন্দ্রমোহন ইউ‌নিয়‌ন সংলগ্ন খালে অভিযান চালানো হয়। এ সময় কিছু সু‌তি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, ‘হঠাৎ করে খালের দুই পাড় থেকে আমাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। এতে পুলিশের দুই কনস্টেবল ও স্পিডবোট চালক আহত হন।’

অভিযানে অংশ নেন অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার জাকা‌রিয়া জিকু, সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. মেহেদী হাসান, উপজেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার ১০ জন পু‌লিশ সদস্য।  

অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার জাকা‌রিয়া জিকু জানান, হামলার এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ই‌লিশের প্রজনন মৌসুম। এ সময় ই‌লিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ বিভাগের আরো খবর