রাজধানীর যাত্রাবাড়ীতে মঙ্গলবার রাতে কাভার্ড ভ্যান চাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
নিহতের নাম মো. বাবুল শেখ (৫০)। তার গ্রামের বাড়ি পাবনায়। তিনি রাজধানীতে পরিবার নিয়ে থাকতেন শনিরআখড়ায়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল বলেন, বাবুল শেখ কোতোয়ালী জোনে ট্রাফিক বিভাগে কর্মরত। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ির কলাপট্টি উত্তরা ব্যাংকের সামনে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।
রাত পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।