ফেনীতে বেড়াতে আসা এক আদিবাসী নারী একই রাতে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার জানান, বান্ধবীর বাসায় বেড়াতে রোববার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ফেনী মহীপালে বাসস্ট্যান্ডে নামেন মেয়েটি। রিকশায় বান্ধবীর বাসায় যাওয়ার সময় তাকে মোক্তার বাড়ি এলাকায় ধর্ষণ করেন চালক রিয়াজ।
এরপরও গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে মেয়েটিকে রিকশায় করে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে সেলুন কর্মচারী ছোটন চন্দ্র শীল রিকশাচালককে তাড়িয়ে দেয় মেয়েটিকে ধর্ষণ করেন।
পুলিশ কর্মকর্তা ওমর জানান, ছোটন তাকে আরেকবার ধর্ষণ করতে নির্জন জায়গার খোঁজার সময় টহল পুলিশের একটি দল তাদের আটকায়। তখন মেয়েটি পুলিশকে জানান, পথে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
এসময় ছোটনকে আটক করে পুলিশ। মেয়েটির দেয়া তথ্যে অভিযান চালিয়ে রিয়াজকেও আটক করা হয়। পরে সোমবার মেয়েটি রিয়াজ ও ছোটনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন রিয়াজ ও ছোটন। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।