মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা ও নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারিতে হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুরে চলমান মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'যাচাই বাছাই শেষে পাঁচ থেকে সাত ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবেন। নতুন করে কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবেন। যদি কেউ তালিকা থেকে বাদ পড়েন তাহলে আপিল করতে পারবেন।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী মুজিবনগরে মুক্তিযোদ্ধা জাদুঘর, মুক্তিযুদ্ধ থিম পার্কসহ অন্যান্য উন্নয়ন কাজে যে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সেই অনুযায়ী নকশার কাজ চলছে।'
এরপর মন্ত্রী মুজিবনগর থেকে জুম কনফারেন্স করেন। তার সঙ্গে যুক্ত হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ প্রমুখ।