কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ৬ নম্বর ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ফিশারিঘাট এলাকা থেকে মো. বেলাল (২২) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
তিনি নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।
এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ দুজনেরই লাশ উদ্ধার করা হলো।
স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর নিউজবাংলাকে জানান, ফিশারি ঘাটের উত্তর পাশে একটি তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীতে ভাসছিল বেলালের মরদেহ। স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে শখ করে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান মো. ইউনুস, মো. বেলাল ও আবদুস শুক্কুর।
নৌকাটি ডুবে যাওয়ার পর শুক্কুরকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন মো. ইউনুস ও মো. বেলাল। পরে সোমবার বেলা ১টার দিকে ইউনুসের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
তিনি শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।