সারাদেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ দুই শতাধিক এলাকায় নির্বাচন ও উপনির্বাচনে ভোট চলছে।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নেয়া হবে ভোট।
নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ও বিভিন্ন জেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, সাতটি জেলা পরিষদ, আটটি উপজেলা পরিষদ ও ১৭৭টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাধারণ নির্বাচন চলা ১৫টি ইউনিয়ন পরিষদ হলো- রংপুর সদর উপজেলা তিনটি, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটি, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুইটি, ফরিদপুরের মধুখালী উপজেলার দুইটি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, ভোলার লালমোহন উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ
এ ছাড়া ৪১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট হচ্ছে।
সূত্র: ইউএনবি