সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফখরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার চাটিবহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে একই উপজেলার কাঁঠালবাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরাজ আলী (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
চাটিবহরের ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, ১০ অক্টোবর ওই কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন ফখরুল (২০)। রোববার বিকেলে তিনি আবারও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এই দুই ঘটনায় সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন কিশোরীর মা। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে চাটিবহর গ্রাম থেকে ফখরুলকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল নিউজবাংলাকে বলেন, ফখরুলকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। আর ওই কিশোরী থানায় পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠানো হবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে ওই ছাত্রী বাড়ির সামনে চাপকল থেকে পানি আনতে যায়। এ সময় তার মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মিরাজ। পরে ছাত্রীর চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে এ সময় মিরাজ দৌড়ে পালিয়ে যান।
ওসি নজরুল জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি মিরাজ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।