বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢালাও বক্তব্যে নষ্ট বিএনপির গ্রহণযোগ্যতা: কাদের

  •    
  • ১৯ অক্টোবর, ২০২০ ১৭:৩৭

‘ঢালাও বক্তব্য ও বিরোধিতা যেমন গণতন্ত্রকে দুর্বল করে, তেমনি অভিযোগকারী রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতাও নষ্ট করে।’

বিএনপির সব অভিযোগ ঢালাও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, এ কারণে দলটির গ্রহণযোগ্যতা কমে গেছে।

ঢাকা ও নওগাঁর দুটি আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কর্মসূচি পালনের দিন এ কথা বলেন আওয়ামী লীগ নেতা।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, ‘জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে।’

শনিবার ঢাকা-৫ আসনে ১০ দশমিক ৪৩ শতাংশ আর নওগাঁ-৬ আসনে ভোট পড়েছে ৩৬ শতাংশের কিছু বেশি। নৌকা মার্কার প্রার্থীরা পেয়েছেন ৯৪ শতাংশ ভোট। পাঁচ শতাংশেরও কম পড়েছে ধানের শীষে।

বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ‘ভোট ডাকাতি’ করেছে।

কাদের বলেন‘বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়েই যাচ্ছে। স্পষ্ট কোন অভিযোগ নয়, তারা বরাবরের মতো অভিযোগ করে যাচ্ছে।

‘বিএনপি কেন্দ্রে না গিয়ে প্রচারণা না চালিয়ে, এজেন্ট না দিয়ে শুধু অভিযোগ দিয়ে যাচ্ছে।’

‘জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা’ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘ঢালাও বক্তব্য ও বিরোধিতা যেমন গণতন্ত্রকে দুর্বল করে, তেমনি অভিযোগকারী রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতাও নষ্ট করে।

‘শুধু বিরোধিতা আর মিথ্যাচার এখন বিএনপির অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। তারা বাংলাদেশের ইতিবাচক কিছু দেখতে পায় না। জনগণের পাশে না থেকে বিরোধিতার খাতিরে বিরোধিতা এখন বিএনপির বহুলচর্চিত অকেজো হাতিয়ার।’  

সোমবার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘যে কোনো বিষয়ে দ্বিমত-বহুমত থাকবে, বিতর্ক থাকবে সুনির্দিষ্ট ইস্যুতে।… সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকলে তা সুনির্দিষ্ট হতে হবে।’  

ভোটে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে কাদের বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন, সকলের হাতে হাতে মোবাইল। অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই।

‘বিএনপি কেন্দ্রে না গিয়ে প্রচারণা না চালিয়ে, এজেন্ট না দিয়ে শুধু অভিযোগ দিয়ে যাচ্ছে। ভোটের দিন তারা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ কি আদৌ করেছে?’

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে দাবি করে কাদের বলেন, ‘কমিশন গঠনের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বর্তমান কমিশনে বিএনপির সুপারিশ করা সদস্যও রয়েছেন। … ঢালাও সমালোচনা না করে সুনির্দিষ্ট অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’

বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলেও জানান ক্ষমতাসীন দলের নেতা। তবে কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার কথা বলেছেন তিনি।

বিএনপি কোনো ইস্যুতে স্থির নয় মন্তব্য করে কাদের বলেন, ‘মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে।’

এ বিভাগের আরো খবর