ডাকাতির একদিন পর সিসিটিভি ফুটেজ দেখে মুরগি বোঝাই পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে চার জনকেকে। জব্দ করা হয়েছে দুটি ট্রাক।
সোমবার ভোরে রাজধানীর মিরপুর থেকে চার জনকে আটক করা হয়। আর সাভারের আমিনবাজার থেকে জব্দ করা হয় মুরগির পিকআপ।
আটক চারজন হলেন: খোকন সরদার, রাব্বী হোসেন, রুবেল মিয়া ও সাইদুর ইসলাম।
সাভার মডেল থানার উপ পরিদর্শক প্রাণ কৃষ্ণ অধিকারী জানান, সড়ক বসানো সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতিতে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকার একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ওই গাড়ি দুটি। আটক চার জনের দেয়া তথ্যের ভিত্তিতে আমিনবাজার থেকে মুরগি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সাভারে মুরগির ট্রাক ছিনআইয়ের ঘটনায় পুলিশের হাতে আটক চার জন
ব্যবসায়ী মাহবুব আলম জানান, দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মুরগি নিয়ে তিনি রাজধানীর বিভিন্ন মার্কেটে সরবরাহ করেন। ১৭ সেপ্টেম্বর তার মুরগি বোঝাই পিকআপ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে ডাকাতদের কবলে পড়ে।
এসময় ৪/৫ জন ডাকাত চালক ইব্রাহিম ও হেলপার আতিয়ারকে মারধর করে পিকআপটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর সাভার মডেল থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে তিনি মামলা করেন।
পুলিশ জানায়, আটকদের নাম এজাহারভুক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানো হয়েছে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে।