বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় আরও ২১ মৃত্যু

  •    
  • ১৯ অক্টোবর, ২০২০ ১৬:৩৪

এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৯০ হাজার ২০৬। সুস্থ হয়েছে তিন লাখ ৫ হাজার ৫৯৯ জন।

করোনা ভাইরাসে এক দিনের ব্যবধানের বাড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ হাজার ৬৮১ জন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৩৭১ জন আর নারী এক হাজার ৩১০ জন নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ২০৬।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮১ শতাংশ। এখন পর্যন্ত পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হায় ১৭ দশমিক ৯১।

গত ২৪ ঘণ্টায় ১১০টি ল্যাবে ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৭১৪টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে তিন লাখ ৫ হাজার ৫৯৯ জন।

শনাক্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৭৮ দশমিক ৩২ শতাংশ। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিন আর বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের সবাই হাসপাতালে ছিলেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৭তম। মৃত্যুর দিক থেকে ৩১তম।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস।

জুনের প্রথমে দিকে সরকারে ঘোষিত সাধারণ ছুটি উঠিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস চালু করা হয়।

এ বিভাগের আরো খবর