বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০ টাকা নিয়ে ঝগড়া: স্ত্রীকে হত্যা ছেলে জখম

  •    
  • ১৯ অক্টোবর, ২০২০ ১৪:৩৮

‘বাবার পকেট থেকে মাত্র ৫০ টাকা নিয়ে ভাই মিঠুনকে দেন মা সাহানা। এ নিয়েই ভাই ও মায়ের সঙ্গে ঝগড়া বাধে বাবার।’

গোপালগঞ্জের মুকসুদপুর এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলেও।

হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূর স্বামী সামচু শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক তিনি।

সোমবার সকালে চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আমিনুর রহমান জানান,ছেলে মিঠুন ও স্ত্রী সাহানার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের কুপিয়ে জখম করেন সামচু শেখ। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ সময় সাহানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য মিঠুনকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সামচু শেখের মেয়ে রুবিয়া আক্তার জানান, বাবাকে না জানিয়ে তার পকেট থেকে মাত্র ৫০ টাকা নিয়ে ভাই মিঠুনকে দেন মা সাহানা। এ নিয়েই ভাই ও মায়ের সঙ্গে ঝগড়া বাধে বাবার। এক পর্যায়ে তিনি দা দিয়ে ভাই ও মাকে কোপান।

নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

সামচু শেখের প্রতিবেশিরা জানান, চা দোকনি সামচুর দুই স্ত্রী। প্রথম পক্ষে তার তিন ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় পক্ষে দুই ছেলে ও দুই মেয়ে। মিঠুন দ্বিতীয় পক্ষের সন্তান।

এ বিভাগের আরো খবর