নেত্রকোণা শহরে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ওই নারীর নাম কামরুন্নাহার সিদ্দিক (৫৫)। তার বাড়ি পৌর শহরের কুড়পার এলাকায়। তিনি আইনজীবী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্বজনেরা জানিয়েছেন, কামরুন্নাহার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে খোশমেজাজে ছিলেন। সবার সঙ্গে নাশতা করেন। এরপর সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হন। তিনি কেনাকাটা করার জন্য রিকশায় চড়ে শহরের বড় বাজার যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে রিকশাটি শহরের ব্যস্ত এলাকা দত্ত মার্কেটের সামনে পৌঁছায়। তখন বিপরীত দিক থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে কামরুন্নাহার রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদনরতের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।