জয়পুরহাট সদর উপজেলায় চার শিশু শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মুজাহিদপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই শিক্ষকের নাম আবদুর রশিদ। তিনি সদরের মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মতো রোববার ওই চার শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটি হলে তাদের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন আবদুর রশিদ। ওই সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
ওসি আরও জানান, শিশু শিক্ষার্থীদের প্রায়ই যৌন হয়রানি করা হতো বলে আবদুর রশিদের বিরুদ্ধে অভিযোগ আছে।
শিশুদের অভিভাবকরা রোববার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করে।