অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে কক্সবাজারে তিন রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে শহরের হোটেল মোটেল জোন এলাকার অভিযান চালিয়ে নিরিবিলি অর্কিড, সল্ট রেস্টুরেন্ট ও ম্যাকডেরিন রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা নিউজবাংলাকে জানান, লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরনের খাদ্য রাখা, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও ভাউচার সংরক্ষণ না করায় এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানের সময় জেলা আনসার বাহিনী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, ভোক্তা অধিকার অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।