করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম।
রোববার রাত সাড়ে ৮টায় সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে ৬৭ বছর বয়সে মারা যান তিনি।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতি ছিলেন আজিজ আহমদ সেলিম।
গত ৮ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের করোনা শনাক্ত হয়। এর আগের দিন তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্র: ইউএনবি