আবদুল সাত্তার ও তার ছোট ভাই আক্তার হোসেন থাকেন একই বাড়িতে। বাড়ির আঙ্গিনায় বসানো খোপে মুরগি পালতেন আক্তার। কয়েকদিন আগে সাত্তারের ছেলে সানাউল্লাহ বাড়িতে হাঁস নিয়ে আসেন। খোপে রেখে পালতে চাইলে বাধা দেন চাচা আক্তার। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। এরপর চাচার টেঁটার আঘাতে প্রাণ যায় ভাতিজা সানাউল্লাহর।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিঘুলীয়ারটেক গ্রামে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, শনিবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা আক্তার হোসেন ভাতিজাকে লক্ষ্য করে টেঁটা ছোড়েন। গুরুতর অবস্থায় তাকে রূপগঞ্জের ইসলামীয়া হাসপাতালে নেয় স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় সানাউল্লাহ।
এ ঘটনায় আক্তারসহ ৬ জনের নামে মামলা করেছেন নিহত সানাউল্লার স্ত্রী মোসলেমা বেগম। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ওসি জানান, মূল অভিযুক্ত আক্তার গা ঢাকা দিয়েছে। জড়িতদের ধরতে চলছে অভিযান।