নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়।
ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় শিশুটির বাবা রোববার দুপুরে বন্দর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর শুক্রবার বিকেলে পাঁচ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে। শনিবার শিশুটি তার বাবা-মাকে ঘটনা জানালে তারা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রোববার সকাল ১০ টার দিকে কিশোরকে আটক করে। দুপুর ১২ টায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, অভিযুক্ত কিশোর ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরকে আটক করে। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।
কিশোরটিকে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।