‘যুক্তিসঙ্গত মনে না হওয়ায়’ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
তাকসিম এ খানের পুনঃনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন ওয়াপদার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদ। তার পক্ষে আইনজীবী ছিলেন তানভীর আহমেদ।
আইনজীবী তানভীর আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আদালত আবেদনটি যুক্তিসঙ্গত মনে হয়নি বিধায় খারিজ করে দিয়েছেন।’
- আরও পড়ুন: আমি সফল বলে আবার নিয়োগ: ওয়াসা এমডি
ভিন্ন কোন আদালতে যাবেন কি না জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘ক্লায়েন্ট (বাদী) যদি মনে করে অন্য কোন কোর্টে যাবেন তাহলে যাব, না হলে নাই।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদনের পর তিনি ষষ্ঠবারের মত এই পদে বসেন।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
গত শুক্রবারে এক মত বিনিময়ে তাকসিম এ খান দাবি করেন, তিনি সফল বলেই সরকার তাকে আবার নিয়োগ দিয়েছে।
ওয়াসা এমডি বলেন, ‘সাফল্য হয়েছে এবং সরকার সেটাই চাচ্ছে।’
ওয়াসার সাফল্যের কারণেই ‘একটি গোষ্ঠী’ সমালোচনা করছে দাবি করে এই কর্মকর্তা বলেন, “ঢাকা ওয়াসার নেওয়া দাঁড়াও কর্মসূচির পাঁচটি চ্যালেঞ্জের একটি হচ্ছে স্বার্থান্বেষী মহল। ওয়াসার কর্মকাণ্ডের মাধ্যমে ‘অনৈতিক, অবৈধ, দুর্নীতি বা স্বজনপ্রীতি’ যারা করতে পারছে না তারাই এসব সমালোচনা করছে।”