শ্বশুরের সঙ্গে মোটর সাইকেলে বাবার বাড়িতে যাচ্ছিলেন স্মৃতি আক্তার (২০)। পথে তাদের বহনকারী মোটর সাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্বশুর কুতুব উদ্দিনও (৫৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শ্বশুর কুতুব উদ্দিনের সঙ্গে মোটর সাইকেলে বাজিতপুরের বিলপাড় গজারিয়া থেকে কটিয়াদীর চরপুক্ষিয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন স্মৃতি। সকাল সাড়ে ১০টার দিকে চরিয়াকোনা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতির মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত কুতুব উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবদুস ছোবহান বলেন, ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।