স্বামীর মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেড়ায় মাসরুফা খাতুন ও তার বোন খাদিজা খাতুন। সঙ্গে ছিল মাসরুফার দুই বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস রাইসা। মুহূর্তেই এই আনন্দ ভ্রমণ পরিণত হয় বিষাদে।
স্পিড ব্রেকারে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। গাড়ি থেকে ছিটকে পড়েন সবাই। শিশু রাইসা ও রজব আলী পড়েন বাম পাশে। আর ডান দিকে সড়কের ওপর পড়েন গৃহবধূ মাসরুফা ও তার বোন।
পেছনে থাকা ট্রাক দ্রুত গতিতে চলে যায় তাদের ওপর দিয়ে। ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান মাসরুফা। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার বোন খাদিজার। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান রজব আলী ও তার মেয়ে রাইসা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের কাছে রোববার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে ধরতে চলছে অভিযান।