সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার জনকে হত্যা মামলায় গ্রেফতার রাহানুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
কড়া নিরাপত্তায় দুপুরে আসামিকে আমলি আদালত-৪ এর বিচারক ইয়াসমিন নাহারের এজলাস কক্ষে নেয়া হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে নিজ বাড়িতে মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন কলারোয়া থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।পরে নিহতের ভাই রাহাকে গ্রেফতার করা হয়।