শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ডাক অধিদফতর ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, একই মূল্যের উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যের ডাটাকার্ড প্রকাশ করেছে।
রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দফতর থেকে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত ও ডাটাকার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম রোববার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে।
পরবর্তীকালে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে।
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়।