ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে পোড়া চিহ্ন আছে।
নিহতরা হলেন গুথুমা গ্রামের মো. করিম ও মো. স্বপন।
ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বিষ্যটি নিশ্চিত করেন। বলেন, দুইজনের শরীরে পোড়া চিহ্ন আছে, তবে সেটি আগুনের নাও হতে পারে।
বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে- বলছে পুলিশ।
পরশুরাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন জানান, ‘খারিজকোণা নোম্যানস ল্যান্ডে (শূন্য রেখায়) আমরা মরদেহ দুটি পড়ে থাকতে দেখি। তারপর পুলিশকে জানাই।’
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে বিষয়টি জানায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে যোগাযোগ করেন। পরে বিএসএফ মরদেহ দুটি বিজিবিকে বুঝে দেয়।